বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

শিবির নেতা মাহমুদুল হাসানের ইন্তেকালে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের শোক

হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার কামিলে অধ্যায়নরত ও চাঁদপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজীগঞ্জ আলিয়া সাথী শাখার সভাপতি মাহমুদুল হাসান গতকাল সকাল ১০:৪৫ টায় হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সন্ধ্যায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সদস্য মাহমুদুল হাসানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শিবির নেতা ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহীম পাটওয়ারী, নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারী এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলসহ জেলার নেতৃবৃন্দ।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, মেধাবী ছাত্রনেতা মাহমুদুল হাসান। সদা মিষ্টভাষী ও সুদর্শন মাহমুদুল হাসান কামিল শ্রেণির মেধাবী ছাত্র ছিলেন। তিনি দুই বোনের একমাত্র ভাই ও বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান ছিলেন।

প্রিয় সন্তানকে হারিয়ে বাবা-মা ও পরিবার পরিজনের মর্মব্যথা ও মানুষিক অবস্থা আমরা গভীরভাবে অনুভব করছি। তার মৃত্যুতে ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তি গভীরভাবে শোকাহত। তার ইস্তেকালে সংগঠন একজন নিবেদিত প্রাণ মেধাবী ও দক্ষ নেতৃত্বকে হারালো। ইসলামী ছাত্র আন্দোলনকে এগিয়ে নিতে তার ত্যাগ ও প্রচেষ্টা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আমরা মহান আল্লাহর কাছে প্রিয় মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সদস্য মাহমুদুল হাসানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী আব্দুল হাই, চাঁদপুর জেলা শাখার সভাপতি মো: বেলায়েত হোসেন, সেক্রেটারী পাভেজ হোসেন।