শিক্ষার্থীদের আন্দোলনে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের বদলি
মাহমুদুল হাসান:
অবশেষে চাঁদপুর সরকারি কলেজের অভিযুক্ত সে অধ্যক্ষ অসিত বরণ দাসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তাকে বদলির আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
গতকাল মঙ্গলবার (১লা অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস কে নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে।
অধ্যক্ষের বদলির খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।
কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের কলেজের সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, স্যারের বদলির মাধ্যমে সফল হয়েছে। আমরা এতদিন পরাধীন ছিলাম আজকে স্যারের বদলির মাধ্যমে স্বাধীনভাবে কলেজে চলাচল করতে পারবো। আমরা আশা করবো নতুন অধ্যক্ষ শিক্ষার্থী বান্ধব হবেন।
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান, আওয়ামী লীগের দোসর, শিক্ষকদের হয়রানি, প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, কলেজে নোংরা রাজনীতি প্রবেশ, সৎ ন্যায়বান শিক্ষকদের জোরপূর্বক বদলি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা।
এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণ হয়।