গতক ২০/০৯/২০২০ ইং তারিখে শাহারাস্তি থানাধীন ০২ নং বিট পুলিশিং ও ০১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উদ্যোগে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সভা রেলওয়ে স্টেশনে, রেলওয়ে মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আবুল কালাম চৌধুরী (কচুয়া সার্কেল) মহোদয়। উক্ত
অনুষ্ঠানে মাদক বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে প্রয়োজনীয় দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করি এবং যেকোনো প্রয়োজনে শাহরাস্তি থানা পুলিশের আইনি সহযোগিতা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করি।
শাহরাস্তি থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উক্ত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের ও সমাজের প্রতিনিধিদের সকলের নিকট অনুরোধ করি।
ক্যাপশন: শাহারাস্তি কমিউনিটি পুলিশের বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সভায় বক্তব্য রাখছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আবুল কালাম চৌধুরী।