বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১২ ২০২৪

শাহরাস্তি শ্রমিককল্যাণ ট্রেড ইউনিয়নের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহরাস্তি উপজেলা শাখা কর্তৃক পরিচালিত শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগঠন ট্রেড ইউনিয়ন এর নেতৃবৃন্দদের নিয়ে ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঈদ পূর্ণমিলনী সভা ২৮ই মে রোজ বৃহস্পতিবার ট্রেড ইউনিয়নের শাহরাস্তি শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিন সাহেব এবং জেলা সেক্রেটারী মাওলানা গোলাম ফারুক ইয়াহিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ শেখ মিজানুর রহমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওলানা ডাঃ আবুল বাশার।

সার্বিক সহযোগীতায় ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহরাস্তি শাখার সহ সভাপতি মাসুদ আলম পাইলট সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত সভায় বক্তারা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির আলোচনায় অধ্যাপক রুহুল আমিন বলেন, করোনা মহামারীতে বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের কাজ কর্ম বন্ধ হয়ে গেছে এবং অনেক শ্রমিককে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ সকল শ্রমিকদের প্রতি সরকারের পক্ষ হতে সার্বিক সহযোগীতার আহবান জানান।

সভাপতি মাওঃ শেখ মিজানুর রহমান তার আলোচনায় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দদের ঈদ উদযাপনের খোঁজখবর  নেয়ার মাধ্যমে ঈদ পূর্ণমিলনী সভার সমাপ্ত করেন।

—-শাহ আলম ভূঁইয়া