মঙ্গলবার , অক্টোবর ২৯ ২০২৪

শাহরাস্তি জামায়াত নেতা মাওঃ কামাল উদ্দীন ইন্তেকাল, জেলা জামায়াত নেতৃবৃন্দের শোক

আহসান হাবিব
শাহরাস্তি উপজেলা রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি চৌরাইশ তাহেরিয়া মাদ্রাসা সিনিয়র শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক মাওঃ কামাল উদ্দীন (৫৫) গত রবিবার রাত ১১ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কয়েক মাস যাবত রক্তশূন্যতা, লিভার ক্যান্সার রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

গত ২৭ই সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টায় শাহরাস্তির রগুরামপুর গ্রামে মরহুমের নিজ এলাকার ঈদ গায়ে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজার আগে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মাওঃ কাজী মন্জুর আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওঃ বিল্লাল হোসেন মিয়াজি,

সহকারী সেক্রেটারি ও সাবেক শাহরাস্তি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসাইন, জেলা দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা মজলিশে সূরার অন্যতম সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তাফা কামাল, চৌরাইশ তাহেরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দুর রব, মরহুমের ছোট ভাই মিজানুর রহমান ও শাহ আলম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার

সভাপতি শেখ বেলায়েত হোসেন, সেক্রেটারি ফারভেজ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মাঈন উদ্দিন, সহকারী সেক্রেটারি ডাঃ আবুল বাশার ও মাওঃ মকবুল হোসেন, শাহরাস্তি পৌরসভা আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি হাফেজ শাহজালাল,

উপজেলা শূরার অন্যতম সদস্য মাওঃ মিজানুর রহমান ও সালাউদ্দিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আমীর মাওঃ মাছুম বিল্লাহ, সেক্রেটারি মাওঃ আব্দুল কাদের নোমান, সহকারী সেক্রেটারি আহসান হাবিব পাটওয়ারী, রায়শ্রী উত্তর ইউনিয়ন সেক্রেটারি জাকির হোসেন, ওলামা বিভাগের উপজেলা টিম সদস্য মাওঃ আমিনুল ইসলাম মেম্বার, মাওঃ ইব্রাহিম খলিল মজুমদার, চন্ডিপুর সিনিয়র মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মহি উদ্দিন মুন্সি,

ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, সহ-সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন শান্ত, আলমগীর হোসেন, ছাত্রশিবির শাহরাস্তি উত্তর, দক্ষিণ ও পৌর কমিটির সভাপতি সেক্রেটারিসহ সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য শিক্ষার্থী সহ গুণগ্রাহী রেখে গেছেন।
মাওঃ কামাল উদ্দীনের মৃত্যুতে পরিবার, এলাকায়, শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

জেলা নেতৃবৃন্দর শোক
মাওঃ কামাল উদ্দীনের এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমীর মাও: বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারী মাসুদুল ইসলাম বুলবুল।

শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আমীর মাও: আবুল হোসাইন ও শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, সেক্রেটারি মাওঃ মাঈন উদ্দিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আমীর মাওঃ মাছুম বিল্লাহ, সেক্রেটারি মাওঃ আব্দুল কাদের নোমান সহকারী সেক্রেটারি আহসান হাবিব পাটওয়ারী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেন।