শাহ আলম ভূঁইয়া
মানবতার সেবায় আমরা বন্ধুমহল এ স্লোগানকে সামনে রেখে চেড়িয়ালা উচ্চ বিদ্যালয় শাহরাস্তি এর ২০০৪ সালের এস এস সির ব্যাচ এর ছাএদের উদ্দ্যোগে চলমান করোনা মহামারীতে ১০৭ জন কর্মহীন মানুষদের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়।
কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে ছাত্ররা খুবই আনন্দিত হয়েছেন,আত্মতৃপ্তি অনুভব করছেন। ছাত্র মিঠু পাটোয়ারী ও মাসুদ আলম বলেছেন আমরা যেভাবে কর্মহীন মানুষকে সহায়তায় এগিয়ে এসেছি এমনিভাবে অন্যান্য মানুষগুলো মানুষের বিপদে এগিয়ে আসবেন, আমাদের কাজকে তারা অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করবেন এটা আমরা প্রত্যাশা করি।
এছাড়া সকল বন্ধুদেরকে এই কাজে অংশগ্রহণ করার জন্য প্রতিদান দান করুক এটা আল্লাহ নিকট প্রার্থনা করেন। আগামী দিনেও তারা অন্যান্য দুর্যোগময় মুহূর্তে জনগনের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন বলে মন্তব্য করেন। চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের আশেপাশে কর্মহীন পরিবারের মাঝে ছাত্ররা সকলে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে এলাকার গণ্যমান্য লোকজনও উপস্থিত ছিলেন।