শাহরাস্তি উপজেলা মেহের দক্ষিণ ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. রুহুল আমিন বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছে। রুহুল আমিন নৌকা প্রতীকে পেয়েছেন ২৪০০ ভোট।
তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম (আনারস) পেয়েছেন ১৫৮৯ ভোট এবং বিএনপি প্রার্থী ধানের শীষের প্রতীকে পেয়েছেন ৯৮২ ভোট।
মেহের দক্ষিণ ইউনিয়নের ৩ বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মো. সফিউদ্দিন আহমেদ মিন্টু ১০ জুন,২০২০ সোমবার দিবাগত রাত ২.১০ মিনিটে ইন্তেকাল করেন। এতে এ ইউনিয়নটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। শূণ্য ঘোষিত ইউনিয়নের উপ-নির্বাচন ২০শে অক্টোবর অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় সকালের দিকে প্রচুর ভোটার উপস্থিতি ছিল। ২/১টি কেন্দ্রে প্রার্থীদের কর্মী সমর্থকদের মাঝে সাময়িক উত্তেজনা থাকলেও দিনব্যাপী শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
-মো.শাহ আলম ভূঁইয়া