শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ১ ব্যক্তি নিহত ও ২জন আহত হয়েছে। চাঁদপুর থেকে কুমিল্লাগামী হাইড্রোলিক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়/ ঘটনাটি বুধবার বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলা সীমানাস্থ সুয়াপাড়া বেপারী বাড়ির সামনে ঘটে।
স্থানিয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী হাইড্রোলিক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা মোটরবাইকের। এতে মোটরবাইকের চালক কচুয়া উপজেলার জগতপুর গ্রামের নতুন বাড়ির মোঃ মোস্তফা কামালের পুত্র মোঃ রফিকুল ইসলাম (২৯), একই বাইকে অপর ২ আরোহী একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মোঃ টিটু (২৭) ও মৃত মহরম আলীর পুত্র পারভেজ (২৯) গুরুতর আহত হয়।
স্থানিয় জনতা দূর্ঘটনায় কবলিত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত বলে ঘোষনা করেন এবং আহত ২জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
নিহত রফিকের মামা আরিফুল ইসলাম ঘটনায় জড়িত হাইড্রোলিক ট্রাকের (ঢাকা মেট্টো ন- ১৩-১৭০২) নাম্বারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল থেকে সুরতহাল শেষে রফিকের মরদেহ থানায় নিয়ে আসেন।