শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪

শাহরাস্তিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে তাফসীর মাহফিল

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর সোমবার বেলা ৩টায় ঐতিহাসিক রায়শ্রী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাও: আবুল হোসাইন।

রায়শ্রীর কৃতিসন্তান শিল্পপতি আলহাজ্ব মনির হোসাইন বেপারীর সভাপতিত্বে ও শাহরাস্তি উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগ সভাপতি সাংবাদিক মোঃ শাহ আলম ভূঁইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সীরাতুন্নবী মাহফিলে প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট আলেমে দ্বীন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওঃ আবু নছর আশরাফী সুরা কাসাস থেকে সমসাময়িক ঘটনাবলি ও সীরাতুন্নবী (সাঃ) এর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে আলোচনা করেন।

এ সময় বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, চট্টগ্রাম এয়ারপোর্ট রোড জামে মসজিদের খতিব মাওঃ শাহিদুল ইসলাম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদ ঢাকা মহানগরী উত্তর এর সদস্য যমুনা টিভির ধর্মীয় আলোচক মাওঃ ইয়াসিন আরাফাত ও রায়শ্রী উত্তর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের দায়িত্বশীল হাফেজ মাওঃ আবু সুফিয়ান সেলিম।

বিশেষ মেহমান ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহ আলম, শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল সহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ও রায়শ্রীর কৃতিসন্তান আলহাজ্ব ওবায়দুল হক, চৌধুরী মোস্তফা কামাল, মোঃ গোলাম মোস্তফা মেম্বার ও মাওঃ হেদায়াত উল্যাহ।

হাফেজ ক্বারী আরিফুল ইসলাম ও হাফেজ মনিরুজ্জামান ওবায়দীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সীরাতুন্নবী মাহফিলে আরো উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়নের আমীর মোঃ সালা উদ্দিন, নায়েবে আমীর মাওঃ মনির হোসাইন, সেক্রেটারি জাকির হোসাইন, সেফায়েত উল্যাহ ফিরোজ, ছাত্রনেতা শাহ পরান রিপন, সাইফুল ইসলাম, মাওঃ আহসান উল্যাহ, মাওঃ আবু নাঈম, খোরশেদ আলম, জহিরুল ইসলাম, মাহবুবুল আলম হানিফ, আহসান উল্যাহ সুমন, মাওঃ হেদায়েত উল্যাহ, মহিন উদ্দিন, জাকির হোসেন, তোফায়েল আহমেদ, মোঃ ইউনুস, হাফেজ ইউনুস, মকবুল আহমেদ, হাবিব উল্যাহ, রিপন, এরশাদ সহ জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলগন।