বুধবার , নভেম্বর ৬ ২০২৪

শাহরাস্তিতে করোনা শনাক্ত হওয়ায় ২টি বাড়ি লকডাউন

শাহ আলম ভূঁইয়া
করোনা রোগী শনাক্ত হওয়ায় চাঁদপুরের শাহরাস্তিতে ২টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (৯ মে) দুপুরে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ পৌরসভার ২টি বাড়ি লকডাউন করেন। প্রথমবারের মতো উপজেলায় করোনা রোগী শনাক্তের পর  এ উপজেলায় আরও দুজন করোনা রোগী শনাক্ত করার কথা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতীক সেন।
আক্রান্ত ২ জনকে স্থানীয়ভাবে আইশোলেসনে রাখা হয়েছে। শাহরাস্তি থানাধীন ঠাকুর বাজারস্থ শীলবাড়ী জয়া রানী শীল (১৩) পিতাঃ সঞ্জয় চন্দ্র শীল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহারাস্তি হাসপাতালের নাইট গার্ড এর ছেলে গোলাম মোস্তফা (৩০) পিতাঃ নুরুল ইসলাম এর রিপোর্ট পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রশাসন। এদিকে আক্রান্ত রোগীদের আইশোলেসনে রেখে চিকিৎসা দেয়ার পাশাপাশি উপজেলার ২ টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতীক সেন বলেন, প্রথম করোনা রোগী শনাক্তের পর আমরা হাসপাতালের ১৬ জন স্টাফের নমুনা পরীক্ষার জন্য পাঠাই। তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতালের স্টাফ বাদে বহিরাগতদের নমুনা পরীক্ষায় পাঠালে এই দুইজনের পজিটিভ এসেছে। আক্রান্ত দুইজন বর্তমানে সুস্থ আছে। ডাক্তারদের তত্ত্বাবধানে বাড়িতে রেখেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শাহআলম বলেন, আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউন দিয়ে তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের তাদের যাবতীয় বিষয় দেখার জন্য বলা হয়েছে। উল্লেখ্য যে, চাঁদপুর জেলায় আজকে আরো ১২ জন করোনা ভাইরাস এ আক্রান্ত। জেলায় এখন মোট আক্রান্ত ৪৬ জন। নতুনদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য , মতলব উত্তর উপজেলার একজন ইউপি সচিব আছেন। শাহারাস্তি উপজেলার একজন ল্যাব টেকনোলজিস্ট সহ ২ জন।