সোমবার , এপ্রিল ২৮ ২০২৫

শাহতলীর পীর সাহেবের জানাযা সম্পন্ন : জেলা জামায়াতের শোক

বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও শাহতলীর পীর মাওলানা আবুল বাশার সাহেবের জানাযা নামাজ গতকাল বৃহস্পতিবার হামানকর্দিতে মরহুমের প্রতিষ্ঠিত জামিয়া রশিদিয়া আরাবিয়া, হামানকর্দি কওমী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া, বিএনপি নেতা এনায়েত উল্লাহ খোকন।

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রকাশনা সম্পাদক মোঃ নাছির উদ্দিন, মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাও: জয়নাল আবেদীন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবাইর হুসাইনসহ সদর উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

মরহুম গত বুধবার, সন্ধ্যা ৫.৪৫ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মরহুম ৬ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মাওলানা আবুল বাশার সাহেব চরমোনাই পীরের কাছ থেকে খেলাফত লাভ করে তরিকার প্রচার ও প্রসারে অবদান রেখে গেছেন। মরহুমের সাহেবজাদা পীরজাদা মাওলানা মুফতি জাফর আহমেদ সাহেব নতুন গদিনসীন পীর মনোনীত হন।

চাঁদপুর জেলা জামায়াতের শোক

শাহতলীর পীরসাহেব হযরত মাওলানা মোঃ আবুল বাশার এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া,   চাঁদপুর পৌর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, চাঁদপুর সদর উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর শহর সভাপতি মোঃ মহররম আলী।