বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

লন্ডন ম্যারাথনে অংশগ্রহণ করলো চাঁদপুরের ছেলে সাকিব

চাঁদপুররের কৃতি সন্তান সাকিব অংশগ্রহন করেছে গতকাল ৩ অক্টোবর হয়ে গেলো পৃথিবীর অন্যতম বিখ্যাত ম্যারাথন লন্ডন ম্যারাথন। সারা পৃথিবী থেকে অল্প কিছু সংখ্যক রানার সূযোগ পায় এতে অংশগ্রহণ করতে। বাংলাদেশ থেকেও কিছু রানার এতে অংশ নেয়।

চাঁদপুর এর ছেলে সাকিব যে বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষে আছে ফুল ম্যারাথন ক্যাটাগরিতে (৪২.২ কি.মি.) অংশগ্রহণ করে। সে তার প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষাগ্রহন হাসান আলী স্কুলে সম্পন্ন করেছে। সাকিব বিগত ৪ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে হাফ ম্যারাথন ক্যাটাগরিতে রান করে আসছিলো।

সে এই পর্যন্ত ১২ টি হাফ ম্যারাথন দিয়েছে। গত ফেব্রæয়ারিতে বঙ্গবন্ধু ম্যারাথন ছিলো তার প্রথম ফুল ম্যারাথন। এছাড়াও চাঁদপুর হাফ ম্যারাথন ২০২১ এর সে ছিলো অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজক। সাকিবের বাবা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত আছে ও মা একজন গৃহিনী। করোনার জন্য এবার ভার্চুয়ালি অংশ নেওয়ার সূযোগ পেলেও সাকিব স্বপ্ন দেখে একদিন পৃথিবীর সব বিখ্যাত ম্যারাথনে লাইভ অংশগ্রহণ করবে।

এবারের লন্ডন ম্যারাথনে সাকিব এর সময় লেগেছে ৬ ঘন্টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ড। তিনি তার ভবিষৎ সফলার জন্য দোয়া কামনা করছেন।