বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল ২৩ জানুয়ারি বিকাল পাঁচটায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি এডভোকেট মোহাম্মদ নাইমুল ইসলাম এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক সহ-সভাপতি ডক্টর গোলাম রহমান ভূঁইয়া। সুপ্রিম কোর্টের এডভোকেট আহসানুল্লাহ, জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট শাহজাহান মিয়া, সেক্রেটারি এডভোকেট শেখ সালেহ।
সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ অন্যানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহজাহান খান, এডভোকেট আব্দুল কাদের খান প্রমুখ।
ক্যাপশন: বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক সহ-সভাপতি ডক্টর গোলাম রহমান ভূঁইয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।