রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

র‌ঙিন পৃ‌থিবী ডাই‌রি——২

শেখ মোঃ বেলা‌য়েত হোসাইন
—————————————–
র‌ঙিন দু‌নিয়ার থাবায় কত উন্নত চ‌রিত্র, অতল গহ্বরে নিম‌জ্জিত হ‌য়ে‌ছে, তা‌,কি কখ‌নো ভে‌বে দে‌খে‌ছেন?

‌অাসুন যে‌নে নেই কিছু প‌রিবর্তন?
সংস্কৃ‌কি:
————
অাইয়া‌মে জা‌হি‌লি/ অগ্যতার যু‌গের বাস্তব চিত্র এখন নেই ব‌টে, যা ছি‌লো পৃ‌থিবীর সূচনার পরক্ষ‌নে।
তখন কার যুগ‌কে বর্বরতার/মূখ্যতার যুগ ও বলা হ‌য়ে থা‌কে, সে যু‌গের ই‌তিহাস অাপনা‌দের অ‌নে‌কেরই যানা সে বিষ‌য়ে বিস্তা‌রিত বল‌বো না, ত‌বে কিছু বিষয় স্বরন ক‌রে দি‌তে চাই।
ঐ সম‌য়ের সাংস্কৃ‌তি ছি‌লো নৈ‌তিকতার বিপ‌রীত, যা‌কে অপসংস্কৃ‌তি বা অসুস্থ্য সংস্কৃ‌তি বলা হয়।
সম‌য়ের প‌রিক্রমায় কতনা প‌রিবর্তন দেখ‌ছি।
সুস্থ্য ধারার সংস্কৃ‌তি দূর্বার গ‌তি‌তে এ‌গি‌য়ে যা‌চ্ছে তা স‌ত্তিই প্রসংশ‌নিয়।
অপর দি‌কে অপসংস্কৃ‌তিও থে‌মে নেই, কিন্তু ব্যাপার ‌হোলো তা‌দের সা‌থে পাল্লা দি‌য়ে পে‌রে উঠ‌ছেনা সুস্থ্য সংস্কৃ‌তি।
উদাহরন: অশালীন কিছু পাওয়ার জন্য খুজ‌তে হয়না, তারা অামার চতুর দিক গি‌রে রে‌খে‌ছে, পক্ষান্ত‌রে ভা‌লোটা খু‌জে পাওয়া মুশ‌কিল, খু‌জে পে‌লেও‌ নির্ভুল জি‌নিস স‌ঠিক পন্থায় পাওয়াটা‌ কঠিন হ‌য়ে দাড়ায়।

যু‌গের চা‌হিদার অা‌লো‌কে , জ্ঞান, বিজ্ঞান, প্রজু‌ক্তি কত অাপ‌ডেট যা মানুষের জীব‌নে দারুন প্রভাব পে‌লে‌ছে, তা ‌কি অাপ‌নি ভে‌বে দে‌খে‌ছেন?
য‌াহোক বল‌তে ছিলাম সংস্কৃ‌তি নি‌য়ে, সে দি‌কে পি‌রে যাই!

সংস্কৃ‌তি (বা কৃ‌ষ্টি) (ইং‌রে‌জি‌: Culture) হলো, সেই জটিল সামগ্রিকতা যার ম‌ধ্যে অন্তর্গত আছে জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প,অাইন, আচার এবং সমাজের একজন সদস্য হিসেবে মানুষের দ্বারা অর্জিত অন্য যেকোনো সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস।

ওয়ারইউক বিশ্ব‌বিদ্যাল‌য়ের ফলিত ভাষাতত্ত্বের অধ্যাপিকা হেলেন স্পেনসার-ওটেইয়ের মতে, সংস্কৃতি হলো কিছু বুনিয়াদি অনুমান, মূল্যবোধ ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির, বিশ্বাস, নীতিমালা, প্রক্রিয়া এবং আচরণিক প্রথার অস্পষ্ট সমষ্টি–যা এক দল মানুষ ভাগ করে নেয় এবং সেই সমষ্টি দলের প্রত্যেক সদস্যের আচরণকে এবং তার নিকট অন্য সদস্যের আচরণের ‘অর্থ’ বা সংজ্ঞায়নকে প্রভাবিত করে (কিন্তু নির্ধারিত করে না)।

১, তাই বল‌তে পা‌রি কালচার মানব গো‌ষ্টির (ব্য‌ক্তি,প‌রিবার, সমাজকে নির্ভুল সত্য স‌ঠিক প‌থের, চা‌বি কা‌ঠি হ‌তে পারে, য‌দি সে কালচার সুস্থ্য,ও ইসলাম সম‌র্থিত হয়।
২, অার কালচার য‌দি হয় অ‌শ্লিল, তাহ‌লে অ‌নৈ‌তিকতার উপর ভি‌ত্তি ক‌রে জীবন প‌রিচা‌লিত হ‌বে এ‌তে স‌ন্দেহ নেই।

অাপ‌নি কি লালন কর‌ছেন?
কি পালন কর‌ছেন?
অাপ‌নি কি গ্রহন কর‌ছেন?
‌সেটা‌ কখ‌নো ভে‌বে দে‌খে‌ছেন?।

‌বি:দ্র: কোন পরামর্শ বা ভুল থাক‌লে অাশাক‌রি ইনব‌ক্সে অামা‌কে স্বরন করি‌য়ে, উপকৃত কর‌বেন ইনশাঅাল্লাহ্।
—————————————–
ধারাব‌া‌হিক পড়ুন র‌ঙিন পৃ‌থিবী
——————————————–