হাজীগঞ্জ প্রতিনিধি
রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী মৌলভী আহসান হাবিবের পদত্যাগের দাবিতে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানব বন্ধন করে অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ।ছাত্ররা তার বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন। ছাত্ররা বলেন এই শিক্ষক আহসান হাবিব ঠিকমত ক্লাস না করে মাদ্রাসার বাহিরে বাজারে ঘুরাপিরা করেন।বিভিন্ন সময়ে শিক্ষকদের সাথে তর্ক বিতর্ক এমনকি গায়ে হাত পর্যন্ত তোলেন।সাবেক অধ্যক্ষ মোঃ সফিকুর রহমানের উপর মানসিক ও শারিরিক নির্যাতন করেন এই শিক্ষক। বর্তমান অধ্যক্ষ মোঃ শামছুদ্দিন এর উপর ও মানিসক ও শারিরিক নির্যাতন করেন।বিভিন্ন সময়ে মাদ্রাসার শ্রেনী কক্ষ থেকে বেতন ফি উত্তলন করে আত্মসাত করেন।এভাবে সকল দুর্নীতির কথা উল্লেখ করেন ছাত্ররা।এমতাবস্থায় উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল এসে ছাত্রদের আস্বত্ব করেন যে তোমাদের দাবি মেনে নেওয়া হবে।