শুক্রবার , জানুয়ারি ১৭ ২০২৫
তানজীম আব্দুল্লাহ

মোটরসাইকেল দূর্ঘটনা : ফরিদগঞ্জের কিশোর রায়পুরে নিহত

মোটরসাইকেল দূর্ঘটনা : ফরিদগঞ্জের কিশোর রায়পুরে নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তানজীম আবদুল্লাহ (১৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার বাসাবাড়ি এলাকার কালু পাটোয়ারীর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানজীমের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।

তানজীম ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং স্থানীয় হর্ণিদুগাপুর সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তানজীমের ভাই শাহাদাত হোসেন সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গুরুতর আহত হন তানজীম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায়।