সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

মানুষ এবং ইশ্বরে পার্থক্য 

জামাল আস-সাবেত
মানুষ মানে একটা শ্রেষ্ঠ জীবন পাওয়া
রহস্য, বিচিত্র, হাসি-কান্না, যাতনা
এসবই কেবল মানুষের জীবনে হয়।
মানুষ সূর্যের মতো, চাঁদের মতো,
ঝড়বৃষ্টির মতো, ঋতুর মতো নয়
মানুষ সমন্বিত সত্তা
মানুষ হওয়া মানে একটা শ্রেষ্ঠ জীবন পাওয়া।
এ সমন্বিত গুণের সৌন্দর্যে পৃথিবী সৌন্দর্যের রূপ দেখেছে
এ সমন্বিত গুণের বদৌলে পৃথিবী বারবার পুড়েছে, কেঁদেছে
মানুষ মহাবিশ্বের জীবন্ত রূহ;
যেদিন বিশ্বের বুকে আদমের পা পড়েছিলো
হাওয়া এসে জানিয়েছিলো আমি প্রস্তুত
সেদিন থেকে পৃথিবী বদলে যাওয়ার স্বপ্ন দেখলো
পৃথিবী বদলে যেতে লাগলো
আজ অব্ধি বদলের গতি ধাবমান।
ইশ্বরের ইচ্ছের মতো মানুষের স্বপ্নের মিল রয়েছে। ইশ্বর ইচ্ছে করেছিলেন মহাবিশ্বের বদল ঘটাবেন। ঘটালেন। মানুষ পৃথিবী বদলের স্বপ্ন দেখলো। পৃথিবী বদলে গেলো।
তাহলে মানুষ এবং ইশ্বর একে অন্যোর প্রতিচ্ছবি?
না, ইশ্বরের মৃত্যু হয় না। কেবল মানুষের মৃত্যু হয়। আদর্শে, জন্মে।

মানুষ হওয়ার গল্প

জামাল আস-সাবেত
ভিতর থেকে বেরিয়ে আসে হাঁ সত্যি।
একদিন বহুদিন যুগযুগ কালান্তর
এরপরও স্বীকার করতে হয়
হাঁ ওটাই সত্য!
অহংকারে, স্বার্থে আমিই ভুল ছিলাম।
মানুষ যখন মানুষ হয়ে উঠে তখন তার মৃত্যু হয়। মানুষ কখনো ভেবে দেখেনি এ জন্মের আদ্যোপান্ত ও এর ভিতর-বাহির;
যে তাকে শুদ্ধ করবে বলে এগিয়ে এলো
সে তাকে এড়িয়ে যায়
অপমান করে।
ভালোবাসার অবমূল্যায়ন করতে করতে সে হয়ে উঠে জলজ্যান্ত ইবলিশ
মানুষ যখন মানুষ হয়ে উঠে তখন তার মৃত্যু হয়। অবেলায় মানুষ হয়ে ওঠায় কার লাভ?
নিজের, অন্যের নাকি আল্লা’র ?
যা সত্যিই সত্য তা এখনই চিৎকার করে বলাঃ
হাঁ আমিই ভুল, তুমি সঠিক।
এটাই আমৃত্যু মানুষ হওয়ার গল্প।