শাহ আলম ভূঁইয়া
শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হোসেনের মাতা নুরজাহান বেগম ইন্তেকাল (ইন্নালিল্লাহে—রাজিউন)। গত ১৭ই এপ্রিল শুক্রবার রাত ১১:৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে ঠাকুর বাজারস্থ ছোট ছেলে মাওলানা আবুল হোসাইনের বাসায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯৪ বছর। ১৮ এপ্রিল শনিবার সকালে মরহুমের জানাযার ইমামতি করেন ছোট ছেলে মাওলানা আবুল হোসাইন। জানাযা শেষে তাকে দেহেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন
চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, শহর আমীর মো: শাহ আলম, সেক্রেটারী সাইফুল আলম, সদর আমীর জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারী নাছির উদ্দিন। হাজীগঞ্জ জামায়াতের আমীর মাওলানা মীর হোসাইন, হাজিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরান,
চাঁদপুর ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি সুলতান মাহমুদ ও জেলা সভাপতি আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। শাহরাস্তি উপজেলা জামায়াতের সেক্রেটারি মমতাজুল ইসলাম বিএসসি, সহকারী সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর জামায়াতের আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।