সোমবার , নভেম্বর ৪ ২০২৪

মরহুম লুৎফুর রহমান পাটওয়ারীর সহধর্মিণী জেলা পরিষদ সদস্য খোদেজা রহমানের ইন্তেকাল

চাঁদপুর পৌর আ লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম লুৎফুর রহমান পাটওয়ারীর স্ত্রী, চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য খোদেজা রহমান মারা গেছেন।

রোববার রাত ১১টার কিছু সময় পর চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে তিনি মারা যান।

শোক সংবাদে মরহুম লুৎফুর রহমান পাটওয়ারীর স্ত্রী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডঃ শাহজাহান মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে আনার পরপরই মারা যান তিনি। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

খোদেজা রহমান মহিলা আওয়ামী লীগ নেত্রী ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য।