সকালে নমুনা সংগ্রহ, দুপুরে নারীর মৃত্যু
মতলব দক্ষিণে করোনা উপসর্গ নিয়ে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
ওই নারীর বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায়।
১৬ মে রোববার সকালে করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়। দুপুরে নিজ বাসায় ওই নারী মৃত্যুবরণ করেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কাউছার বলেন, শনিবার রাতেই ওই নারীর হাঁপানির টান উঠেছিল। খবর পেয়ে আজ সকালে তার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হয়।
দুপুরে তিনি মারা যান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত নিয়ম অনুযায়ী তার সৎকার সম্পন্ন করা হবে।