শুক্রবার , জানুয়ারি ১৭ ২০২৫

বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, যারা হত্যাকাণ্ড ঘটায় তারা যেন পুরো জাতিকে হত্যা করলো। কোরআনে বলা হয়েছে, “যারা অন্যায়ভাবে হত্যা করবে তারা জাহান্নামে চলে যাবে”। বুদ্ধিজীবী দিবসে স্মরণ করি, যারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করি। তাদের পরিবার পরিজনদের খোজ খবর নিব। প্রয়োজনে আর্থিক সহযোগীতা করবো। জুলাই-আগষ্টে যারা জীবন দিল তাদেরকেও স্মরণ করি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র-ছাত্রী মারা গেছে তাদের থেকেও ভবিষ্যতে বুদ্ধিজীবী বের হতো।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সকল কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য ভিসি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এগুলো আমরা ছোটকালেই পড়েছি। অথচ হবে ” যা তুমি শিখলে অর্জিত জ্ঞান এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে নৈপুন্য তারই নাম শিক্ষা”। পিস্তল মেরে ফেলে দিলেন সেটাও শিক্ষা। সচিব হয়ে ফাইল আটকে রাখলেন সেটাও শিক্ষা।

ভিসি অধ্যাপক ড, পেয়ার আহম্মেদ বলেন, অস্ত্র যদি মানুষের জন্য ব্যবহার করা হয়। সেই অস্ত্র ফেলে দিন। নবী মুহাম্মদ (সাঃ) ৬৩ বছরে কাউকে ঘুষি দূরের কথা দমকও পর্যন্ত দেননি। রাজনৈতিক নেতাদের মসজিদে এনে কোরআন শপথ করান। বঙ্গভবনে শপথের কোন দরকার নাই। হযরত ওমর রাঃ বলেছিলেন, ফোরাতের পাড়ে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিচারের সম্মুখীন হতে হবে। নেতা তো হবেন তারাই।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভবন-২, সেমিনার কক্ষে এ দিবসের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড, পেয়ার আহম্মেদ।অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা এর সভাপতিত্বে ও প্রভাষক সাজ্জাদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বায়োজিদ আহমেদ রনি, প্রভাষক সোহেল রানা, জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন খলিশাডুলি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহিন আসাদ কবির। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন  আরফিন আরাবি, তাহমিদুল ইসলাম।