বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

বিশ্বনবী (সা.) ব্যাঙ্গ চিত্র প্রদর্শ‌ণের প্র‌তিবা‌দে চাঁদপুরে কও‌মি সংগঠ‌নের প্র‌তিবাদ সভা ও বি‌ক্ষোভ মি‌ছিল

চাঁদপুর পুরান বাজার ডিগ্রী ক‌লে‌জের অধ্যক্ষ রতন কুমার মজুমদার মুসলমা‌ন‌দের অপমান ক‌রে‌ছে অ‌বিল‌ম্বে তা‌কে তার পদ থে‌কে অপসারন কর‌তে হ‌বে।
স্টাফ রিপোর্টার
রাষ্ট্রীয় পৃষ্ঠ‌েপোষকতায় বিশ্বনবী (সা.) ব্যাঙ্গ চিত্র প্রদর্শ‌ণের প্র‌তিবা‌দে চাঁদপুর জেলা  কও‌মি সংগঠ‌নের অ‌য়োজ‌নে প্র‌তিবাদ সভা ও বি‌ক্ষোভ মি‌ছিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পুরান বাজার ডিগ্রী ক‌লে‌জের অধ্যক্ষ রতন কুমার মজুমদার মুসলমা‌ন‌দের অপমান ক‌রে‌ছে অ‌বিল‌ম্বে তা‌কে তার পদ থে‌কে অপসারন কর‌তে হ‌বে। মুরব্বিদের সমন্বয়ে রতন কুমার মজুমদারের বিচারের ব্যপারে শালীশ হবে। শালীশে বিচার মনভূত না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
গতকাল বৃহস্প‌তিবার দুপু‌রে শপথ চত্ত্বর এলাকায় প্র‌তিবাদ সম‌া‌বে‌শে চাঁদপুর জেলা কও‌মি সংগঠ‌নের সি‌নিয়র সহ-সভাপ‌তি মুফতী সিরাজুল ইসলামের সভাপ‌তি‌ত্বে এবং যুব সংগঠ‌নের পরিচালক মুফ‌তি নুরুল অালমের প‌রিচালনায় বক্তব্য রা‌খেন কও‌মি সংগঠ‌নের সহ-সভাপ‌তি মাও. হা‌বিবুর রহমান,  সাধারন সম্পাদক লিয়াকত হোসাইন, সহ-সম্পাদক মুফ‌তি মাহবুবুর রহমান, হেফাজ‌তে ইসলাম বাংলা‌দেশ চাঁদপুর জেলা শাখার হেফাজত ইসলামের সাধারন সম্পাদক মাও. এস এম অা‌নোয়ারুল ক‌রিম, ক‌ও‌মি সংগঠ‌নের সাংগঠ‌নিক সম্পাদক মাও. ই‌দ্রিস, বি‌শিষ্ট অা‌লে‌মে দ্ব‌ীন মোহাম্মদ উল্লাহ, যুব সংগঠ‌নের সাধারন হা‌ফেজ কা‌রি অাব্দুল র‌শিদ, সাংগঠ‌নিক মুফতী অ‌া‌শেক এলাহী।
প্র‌তিবাদ সমা‌বে‌শে বক্তারা ব‌লেন, মুক্ত স্বাধীনতার না‌মে যারা ইসলা‌মে বিরু‌দ্ধে কাজ কর‌ছেন তা‌দের বিরু‌দ্ধে রু‌খে দাঁড়া‌তে হ‌বে। ফ্রান্স সরকার রসু্লকে অপমান ক‌রে প্রমান ক‌রে‌ছে তারা অসভ্য এক‌টি সম্প্রদায়। রাসূলের অবমাননা কখ‌নো সহ্য কর‌বো না, দরকার হ‌লে জান দি‌তে প্রস্তুত অা‌ছি। বাংলা‌দেশ সরকার এখ‌নো পর্যন্ত ফ্রা‌ন্সের বিরু‌দ্ধে এক‌টি শব্দ ব্যবহার ক‌রে‌নি। অামা‌দের দাবী রাষ্ট্রীয় ভা‌বে ফ্রা‌ন্সের পন্য ও দেশ‌টির সা‌থে কূট‌নৈ‌তিক সম্পর্ক ছিন্ন কর‌তে হ‌বে।
বক্তারা অা‌রো ব‌লেন, না‌স্তি‌কের দাললরা সাবধান, অামার প্রা‌ণের রসু‌লকে অাপনাম করা ধৃষ্টতার শা‌মিল। মত প্রকা‌শের অযুহাতে দে‌খি‌য়ে অামার নবীর প্র‌তি যে অাপমান ক‌রে‌ এখনও কোন ক্ষমা প্রার্থণা ক‌রে‌নি। তুরস্ক ফ্রান্স‌কে বয়কট ক‌রে‌ছে বাংলা‌দেশ‌কেও রাষ্ট্রীয়ভা‌বে ফ্রা‌ন্সের বিরু‌দ্ধে নিন্দা প্রস্তাব অান‌তে হ‌বে। অাজ জা‌তিসংঘ মু‌খে কুলুপ দি‌য়ে ব‌সে অা‌ছি। ফ্রা‌ন্সের দূতাবাস অ‌বিল‌ম্বে বন্ধ করুন কর‌তে হ‌বে। পুরান বাজার ডিগ্রী ক‌লে‌জের অধ্যক্ষ রতন কুমার মজুমদার মুসলমা‌ন‌দের অপমান ক‌রে‌ছে অ‌বিল‌ম্বে তা‌কে তার পদ থে‌কে অপসারন কর‌তে হ‌বে। মুরব্বিদের সমন্বয়ে রতন কুমার মজুমদারের বিচারের ব্যপারে শালীশ হবে। শালীশে বিচার মনভূত না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্র‌তিবাদ সমা‌বেশ শে‌ষে বিশাল মিছিল শপথ চত্ত্বর এলাকা থে‌কে শুরু হ‌য়ে ই‌লিশ চত্ত্ব‌রে গি‌য়ে শেষ হয়। মি‌ছিল শে‌ষে ফ্রা‌ন্সের প্রে‌সি‌ডেন্ট ইমান উ‌য়েল মে‌ক্রোর কুশপুত্ত‌লিকা পুড়া‌নো হয়।
ক্যাপশনঃবিশ্বনবী (সা.) ব্যাঙ্গ চিত্র প্রদর্শ‌ণের প্র‌তিবা‌দে চাঁদপুরে কও‌মি সংগঠ‌নের বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়।