মতলব উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিং কার্যক্রম সম্পন্ন হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সকালে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পিং সম্পন্ন হয়।
এছাড়াও অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতাদের ক্রেস্ট দেয়ার মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে। ২৪ বার রক্তদান করায় জুবায়েদ আহমেদ, ১৬ বার রক্তদান করায় আহমেদ রিয়াদ এবং ১৪ বার রক্তদান করায়- মাসুদ আলম কে ক্রেস্ট প্রদান করা হয়।
মতলব উত্তর উপজেলা শিবিরের সেক্রেটারি শাহ ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মুহাম্মদ মাহবুব সরকার।
ক্যাম্পিং এ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা আমীর অধ্যাপক আবুল বাসার দেওয়ান, সেক্রেটারী মাহাদী হাছান নাজির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক – আল আমিন হোসেন সোহাগ এবং জেলা কলেজ কার্যক্রম সম্পাদক- আল আমিন রাজ।
ক্যাম্পেইন এ আরো উপস্থিত ছিলেন রক্ত সেবা ফাউন্ডেশনের সভাপতি- জাহিদ হাছান এবং ছাত্রশিবিরের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।