সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

বিএনপির নেতা জাফর উল্লাহ চৌধুরী’র মৃত্যুত সাংস্কৃতিক দলের গভীর শোক প্রকাশ

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ১নং ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান  ও প্রবীণ রাজনীতিক  জাফর উল্লাহ চৌধুরী  আজ  ১৮ মে সোমবার সকালে  নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহী……… রাজিউন।  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ” বাংলাদেশ জাতীয়তাবাদী  সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারি।
তিনি এক শোক বার্তায়  বলেন, জাফর উল্লাহ চৌধুরী ছিলেন  জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক আন্দোলনের এক অকুতোভয় সাহসী যোদ্ধা। ফরিদগঞ্জ উপজেলার রাজনীতির অঙ্গনে তিনি ছিলেন সৎ,নীতিবান সদালাপী ও হাস্যোজ্জল মানুষ। রাজনীতিতে তার অবদান ভূলার নয়।  তার অসময়ে চলে যাওয়া  ফরিদগঞ্জ উপজেলার বহুমাত্রিক জনগোষ্ঠীর অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি বলেন, ৮০ দশকের সময় জাফর উল্লাহ চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে  রাষ্ট্রীয় সফরে একাধিকবার সফরসঙ্গী ছিলেন। তার বর্ণাট্য রাজনীতি আমাদের অনেক প্রেরনা দিয়েছে।
তিনি  মরহুম জাফর উল্লাহ চৌধুরী’র রুহের মাকফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।