খালেকুজ্জামান শামীম
হাজীগঞ্জে ঈদের কেনাকাটা করতে এসে জরিমানা দিলেন কয়েকজন ক্রেতা।
শনিবার (১৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটজন ক্রেতা ও বিক্রেতাকে জরিমানা করা হয়।
এ দিন লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৫ জন ব্যবসায়ী ও ঈদের কেনাকাটা করায় ৩ জন ক্রেতাকে মোট ১০ হাজার ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। এ সময় দোকান মালিকদের করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে লকডাউন মেনে চলার নির্দেশনা প্রদান এবং উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই বেলাল হোসাইনসহ সাংবাদিকবৃন্দ।