শনিবার , সেপ্টেম্বর ৭ ২০২৪
smart

বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ চাঁদপুর জেলার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন ক্লাস  আলোচনা সভা ও দোয়া ২৪ই নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ টায় শাহরাস্তি দারুল কুরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা শামসুদ্দিন যায়েদী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুত্তালিব।
বাংলাদেশে ইসলাম প্রচার পরিষদ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু নোমান সাহেব আল্লাহ ও রাসূলের আনুগত্যের গুরুত্ব তুলে ধরেন।
এবং  মুসলমানদেরকে শিরক মুক্ত ইমান ও বিদ’আত মুক্ত আমল করার জন্য উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠান শেষে সম্প্রতি প্রয়াত বিশ্বনন্দিত আলেম আল্লামা গোলাম সারোয়ার সাঈদীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ চাঁদপুর জেলা শাখার  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
-মো.শাহ আলম ভূঁইয়া