সোমবার , এপ্রিল ২৮ ২০২৫

বন্ধুপ্রতিম ছাত্রনেতাদের সম্মানে চাঁদপুর শহর ছাত্রশিবিরের ইফতার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার আয়োজনে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার ২২ মার্চ চাঁদপুর শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে এলিট রেস্টুরেন্টে চাঁদপুর শহর শাখার সভাপতি মোহররম আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় হাফেজ মোঃ সিয়ামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলিল, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি রাকিবুল ইসলাম। এছাড়াও খেলাফাত ছাত্র মজলিসের সেক্রেটারি এইচ আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র জমিয়ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় নেতৃবৃন্দ বলেন, এ আয়োজন আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে আগামী দিনে ইসলামী আন্দোলনের কাজকে এগিয়ে নিয়ে যেতে। সকলকে ভেদাভেদ ভুলে আগামীতে জাতির সংকটে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে মোকাবেলা করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ফ্যাসিবাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এমন কোন জুলুম নেই যা ফ্যাসিবাদ সরকার করে নাই। ৫ আগষ্ট যেভাবে একত্র হয়ে স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, ঠিক তেমনি তারা যেন কোন ভাবে পুনরায় আসতে না পারে সেজন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।