সরকার ঘোষিত লকডাউনেরর দ্বিতীয় দিনে ফরিদগন্জ বাজারের মার্কেটগুলো খুলে দিতে ফরিদগঞ্জে ‘লকডাউন মানি না’ স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদগন্জ বাজারের স্থানীয় ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১ ঘটিকার দিকে এই বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন মার্কেটের প্রায় ১৫০ শতাধিক দোকান, মালিক ও কর্মচারীরা একত্রিত হয়ে বাজারে মিছিল বের করে।
মিছিলটিতে `স্বাস্থ্যবিধি মানবো, দোকান পাট খুলবো, লকডাউন মানি না এ শ্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। ব্যবসায়ীরা সাংবাদিদের জানান
করোনায় বিগত একটি বছর আমাদের বেচা বিক্রি মন্দা গিয়েছে। সামনে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর এসময় আমরা পুরোদমে বিক্রি করে থাকি। গত বছর দুই মাস টানা মার্কেট বন্ধ ছিল, এখন যখন ঈদ সন্নিকটে তখনই লকডাউন দিল সরকার।
আমাদের এ ক্ষতির দায়ভার কে নিবে। তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুলতে চাই।
–ফরিদগঞ্জ পতিনিধি