দেশব্যাপি চলমান ধর্ষণ নৈরাজ্যের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবীতে ফরিদগঞ্জে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ধর্ষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণে আইনের নায্য এবং কঠোর প্রয়োগ করতে সরকারের প্রতি আহবান জানান। যে কোন ইস্যুতে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করনে ভূমিকা পালনের অনুরোধ জানান। যার যার অবস্থান থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের মাধ্যমে জনমত সৃষ্টি করে সংঘবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই ধর্মীয় এবং সামাজিক অনুশাসন মেনে চলার আহবান জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস. তছলিম, ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর খলিলুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন,
সাবেক সভাপতি নুরুন্নবী নোমান সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি আমান উল্যাহ আমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির পক্ষে নাজমুল হাসান অনিক, বাঁধন শীল, শান্ত জাবালি, শুভ ভৌমিক, হাসান রাফি, হাসান সাকিব, নাজমুস সাকিব, সোহানুর রহমান, শামীম হাসান, আল আমিন, ইব্রাহিম খলিল, রাশেদ, ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের পক্ষে গিয়াস উদ্দীন প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, ফরিদগঞ্জ বাজার ব্যাবসায়ীদের একাংশ, ফরিদগঞ্জ জমিয়তে হিজবুল্লাহ সদস্যরা একাত্মতা পোষণ করেন। মানববন্ধন শেষে ফরিদগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি এবং ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সদস্যরা ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
ক্যাপশন:ফরিদগঞ্জে ধর্ষকদের শাস্তি কার্যকরের দাবীতে ফরিদগঞ্জে মানববন্ধন।