বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার  অদ্য ০৮/০৫/২০২১ইং তারিখ জনাব মোহাম্মদ শহীদ হোসেন অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানা,
চাঁদপুর মহোদয়ের নেতৃত্বে এএসআই(নিরস্ত্র)/সিকদার হাসিবুর রহমান, এএসআই(নিরস্ত্র)/মোঃ আমির হোসেন মামলা হওয়ার ছয় ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করিয়া ১২নং ইউপি লড়াইরচর গ্রাম হতে রাত্র অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ফরিদগঞ্জ থানার মামলা নং-১১, তারিখঃ ০৮/০৫/২০২১খ্রিঃ,
ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী-০৩) এর ৭/৯(১) এর এজাহার নামীয় আসামী মোঃ জামাল (২৮), পিতা- নজির আহাম্মেদ, গ্রাম- লড়াইর চর (রবিউল্যা মিজি বাড়ী) , থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুরকে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে রাখা হইয়াছে।