বুধবার , অক্টোবর ৯ ২০২৪

ফরিদগঞ্জে ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়ন জামায়াতের সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের সকল জনশক্তি নিয়ে এক বিশাল সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বর বিকাল ৩.০০ ঘটিকায় ফরিদগঞ্জ উপজেলার ৫নং পূর্ব গুপ্টি গল্লাক বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য চাঁদপুর জেলা জামাতের সম্মানিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জামায়াতের নায়েবে আমীর বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক শাহরাস্তি উপজেলার ভাইস চেয়ারম্যান জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে।