বুধবার , অক্টোবর ৯ ২০২৪

ফরিদগঞ্জে লক ডাউন না মানায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা

ফরিদগঞ্জে উপজেলা সদরের বাজারে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন। ২১ মে (বৃহস্পতিবার )
উপজেলা সদরে অবস্থিত  তালুকদার প্লাজা,সুফিয়া মাকের্ট, সায়েদ প্লাজা, লাকী প্লাজা, হল মাকের্টে লক ডাউন উপেক্ষা করে বস্ত্র বিতানগুলো খুললে, ক্রেতা সাধারনের উপচে পড়া ভীড় দেখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন  আক্তার পুলিশ সাথে নিয়ে অভিযান পরিচালনা করে মাকের্টগুলোর প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।
বার বার সর্তকতা করা সর্তেও উল্লেখিত দোকান গুলো বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে খুলে বসায় ব্যাপক জন সমাগম সৃষ্টি হচ্ছে।
গোটা বাজারে হাজার হাজার লোকজনের সমাগম অব্যাহত থাকছে। প্রশাসনের অভিযান কালিন দোকানদাররা পুরুষ ও মহিলা ক্রেতাদের দোকানের ভিতরে রেখে বাহির থেকে তালা ঝুলিয়ে দিয়ে নিজেরা চলে যায়। আবার কিছুক্ষণ পরে এসে দোকান খুলে চলছেই। লোকজনের মধ্যে কোন ধরণের সচেতনতা সৃস্টি  হচ্ছেনা।
অনেক ব্যবসায়ীর অভিযোগ বাজারের দক্ষিন মাথায় অবস্থিত , সিটি মাকের্ট, পাটওয়ারী মাকের্ট ,খোলা থাকলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছেনা। । প্রয়োজন -–অপ্রোয়জনেই  বাজারগুলোতে ভিড় জমাচ্ছে লোকজন।
উপজেলা সদরের বাহিরের বাজার গুলোর অবস্থা আরো বেসামাল । বূপসা, চান্দ্রা ,গৃদকালিন্দিয়া, নয়াহাট, ধানুয়া, কড়ৈতলী ,রামপুর, গোয়াল ভাওয়র, কালির বাজার, আষ্টা ,গল্লাক, মুন্সির হাট, একতা বাজার, চৌরাঙ্গী বাজার, শাহী বাজার ,শোল্লা বাজারসহ সবক‘টি বাজারেই একই খাল।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, অভিযান অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সবক‘টি বাজারেই অভিযান চলছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি না হলে নিয়ন্ত্র করা দূস্কর। তাই সবাই এগিয়ে আসতে হবে । ————ফরিদগঞ্জ  প্রতিনিধি