জানা গেছে উপজেলার ১২ নং চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামের আলী হোসেন চাঁনগাজীর ছেলে মোঃ ইউসুফের সঙ্গে একই ইউনিয়নের শুক্কুর বৈদ্যর মেয়ে তানিয়া আক্তারের ইসলামী শরিয়া অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে মেয়ের পিতার বাড়িতে বিয়ের কাজ সম্পুর্ন হয়
এই সময়ে সুকৌশলে তার নববধু তানিয়া আক্তার গভীর রাতে নতুন বরকে ঘুমে রেখে পুরান প্রেমিকের সাথে উধাও হয়ে যায়। প্রেমিক তানিয়া আক্তারের আপন খালাতো ভাই।অনেকক্ষণ পরে নববধূ ঘরে না ফেরায় হৈ ছৈ পড়ে যায় এবং খোজাখোজি শুরু হয়ে যায়বরপক্ষ জানিয়েছে তানিয়া তাদের স্বর্ন ও টাকা,মোবাইল মিলে মোট (৪০০০০০) চার লক্ষ টাকা নিয়ে গভীর রাতে তানিয়ার পুরান প্রেমিককে নিয়ে উধাও।
এ নিয়ে এলাকায় প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং তানিয়ার সন্ধান পাওয়া গেছে তানিয়ার পুরান প্রেমিকের বাসায় বরপক্ষ তানিয়ার সন্ধান পেয়ে তানিয়ার প্রেমিকের বাসায় যায় তারপর তার প্রেমিক বরপক্ষকে আটকিয়ে রাখে একপর্যায়ে তারা ছুটে আসে
এই ঘঠনাটি ইউপি চেয়ারম্যান মেম্বার ও এলাকার গান্যমান্য ব্যাক্তিদরনকে জানানো হয়েছে। তারা বলেন ঘঠনাটি আমাদের জন্য খুবই লজ্জার বিষয়।