ফরিদগঞ্জে বিপুল মাদকসহ আটক ১
ফরিদগঞ্জে বিপুল মাদকসহ ফারুক বেপারী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) উত্তর বিষকাটালি গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ফারুক চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, উত্তর বিষকাটালি গ্রামের রব বেপারীর বাড়ি থেকে মাদক ব্যবসায়ী ফারুক বেপারীকে (৩০) আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বসতঘর থেকে এক হাজার ১২৫ পিস ইয়াবা, ১১ কেজি গাঁজা এবং ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, ফারুকের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। ফারুককে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।