বুধবার , অক্টোবর ৯ ২০২৪

ফরিদগঞ্জে বন্যার্তদের মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ৷

ফরিদগঞ্জে বন্যার্তদের মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

গতকাল ফরিদগঞ্জ এর কিছু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে চাঁদপুর মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থী ও পেশাজীবী ডি.এম.এফ ৷

তারা গল্লাক ডিগ্রি কলেজ, বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়, খাজুরিয়া উচ্চ বিদ্যালয় এ ফ্রি মেডিকেল ক্যাম্প করে,

সেখানে তারা প্রায় ১৫০ মানুষ এর চিকিৎসা দিয়েছে তাদের টিম এ ছিলেন

(অংকন পোদ্দার, মো: ইমরান নাজির,শুভ্র সরকার,মো: রাশিদ উদ্দিন সানি, সোহানুর রহমান,

মো: রাকিবুল ইসলাম, জাহারা ইসলাম, জান্নাতুল ফেরদৌস আখি)
তারা সব সময় প্রস্তুত আছে বন্যার্ত মানুষদের সাহায্য করার জন্য ৷
যোগাযোগ -মো: রাশিদ উদ্দিন সানি -০১৭৯৫৮৯৪৯৮