ফরিদগঞ্জে প্রবাসির স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন, ধর্ষকে আটক করেছে পুলিশ।
৮ মার্চ সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় হাজির হয়ে ধর্ষিতা গৃহবধু ধর্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগের আলোকে ধর্ষকে আটক করা হয়েছে।
ধর্ষনের স্বীকার প্রবাসির স্ত্রী জানায়, গত এক মাস পূর্বে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের আলী আক্কাছ গাজী (চৌকিদার) এর ছেলে ধর্ষক আবুল কাশেম গাজী (৩০) এর সাথে মোবাইল ফোনে একই ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের প্রবাসির স্ত্রী (২৪) ৩ সন্তানের জননীর প্রেমের সম্পর্ক হয়।
থানায় লিখিত অভিযোগে সূত্রে জানাযায়, ঘটনার দিন ৭ মার্চ সোমবার সকালে স্থানীয় পাটওয়ারী বাজারে বাজার করতে আসে ঐ গৃহবধু। এ সময় পাটওয়ারী বাজারের দক্ষিন পাশের্^ রাস্তার উপর ধর্ষক আবুল কাশেম গাজী ঐ গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি যোগে চাঁদপুর লঞ্চগাটে নিয়ে যায় এবং লঞ্চের কেবিনে নিয়ে গৃহবধুকে ধর্ষন করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষনের অভিযোগে আবুল কাশেম গাজী নামে এক যুবককে আটক করেছি এবং তার বিরুদ্ধে ধর্ষনের মামলা প্রক্রিয়া চলছে।