সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে নিজ বাড়ীর পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামের হাটখোলা বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই বাড়ীর সোহাগ আলমের একমাত্র ছেলে। এদিন বিকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার, আত্মীয় স্বজন এবং ওই বাড়ীর লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত শিশুর প্রতিবেশী মাও. হোসাইন আহমেদ চাঁদপুরী জানান, এ দিন সকালে ঘরেই খেলাধূলা করছিলো আরাফাত হোসেন। পরে পরিবারের অজান্তেই শিশুটি ঘর থেকে বের হয়ে বেশ কিছুক্ষন নিখোঁজ হয়।
চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে, শিশুটিকে বাড়ীর পুকুরের পানিতে ভাসতে দেখে, তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। এরপর শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু আরাফাত হোসেনের মৃত্যু হয়।