ফরিদগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত আবুল বাশার এর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গত ২৭ এপ্রিল জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলাপায়খানা নিয়ে আবুল বাশার মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করে আইডিসিআর এ পাঠানো হয়।
৩মে রোববার আইডিসিআরের প্রদত্ত রিপোর্টে করোনা পজেটিভ এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাযায় ।
এদিকে মৃত আবুল বাশার এর করোনা রিপোর্ট পজেটিভ আশার সংবাদ শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরীসহ প্রশাসনের লোকজন মৃত আবুল বাশারের বাড়িটি সম্পূর্ন লকডাউন করেন। এবং তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। এ খবরে ঐ এলাকায় আতংক বিরাজ করছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশ্রফ আহম্মেদ চৌধুরী জানান, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের বৃদ্ধ আবুল বাশারের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা তার নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠিয়েছি। তার রিপোর্ট পজেটিভ এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন, মৃত আবুল বাসারের রিপোর্ট করোনা পজেটিভ আসার সংবাদ পেয়ে আমরা ঐ এলাকা সম্পূর্ন লকডাউন করেছি।