বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

ফরিদগঞ্জে গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

যোগাযোগ প্রযুক্তি সেবা কার্যক্রমকে আরো উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে ফরিদগঞ্জে গ্রামীণফোন সেন্টারের পথচলা শুরু হয়েছে। রবিবার সকালে ফরিদগঞ্জ বাজারের ভান্ডারী মহলে ফিতা এবং কেক কেটে সেন্টারটির উদ্বোধন করেন স্বত্তাধিকারী শরীফ মাহমুদ এর মা নূরজাহান বেগম।

গ্রামীণফোন সেন্টারের কার্যক্রম সম্পর্কে শরীফ মাহমুদ বলেন, এ সেন্টার থেকে গ্রাহকরা সিম ক্রয়, রিপ্লেসমেন্ট, সিমের মালিকানা পরিবর্তন, মৃত্যু পরবর্তি বৈধ মালিকের নামে সিম নিবন্ধন সহ সিম সংক্রান্ত সকল সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট, মডেম এবং রাউটার তারা এখান থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল বিজনেস হেড মোহাম্মদ শরীফ মাহমুদ খান, রিটেইল হেড মুক্তাদির রহমান, কুমিল্লা রিজিওনাল বিজনেস হেড মো. রিয়াজ আল ফারুক ভ‚ঁইয়া, চাঁদপুর এরিয়া রিটেইল চ্যানেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল আলম, ফরিদগঞ্জ টেরিটরী ম্যানেজার মহিউদ্দীন প্রমুখ।

ক্যাপশন : ফরিদগঞ্জে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটছেন স্বত্তাধিকারী শরীফ মাহমুদ এর মা নূরজাহান বেগম এবং অতিথিবৃন্দ।