শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪

ফরিদগঞ্জে আরো ১ জনের করোনা পজিটিভ, মোট শনাক্ত- ১৫

ফরিদগঞ্জে আরো এক জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ফরিদগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

সংশ্লি¬ষ্ট সূত্র জানায়, ২৩ মে (শনিবার) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে আসা ৪ টি রিপোর্টের মধ্যে উপজেলার সদরের কাছিয়াড়া গ্রামে ১ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তি মো.মনির হোসেন একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনায় আক্রান্তের বাড়িটি সম্পূর্ন লকডাউন করে দিয়েছে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, শনিবার ৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ। তিনি আরো জানান, এই পর্যন্ত উপজেলায় মোট ১২৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে ৮০ টি রির্পোট এসেছে। ৪৬টি অপেক্ষমান রয়েছে।