বুধবার , অক্টোবর ৯ ২০২৪

পুষ্টিবিদ মো: এরশাদ খানের নেতৃত্বে সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্প।

পুষ্টিবিদ মো: এরশাদ খানের নেতৃত্বে সোনাগাজীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে

তিন হাজারের অধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান। গত ৬ ই আগস্ট

শুক্রবার ফেনী সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার ওসমানীয়া আলিম

মাদ্রাসায় ফেনীর স্বনামধন্য পুষ্টিবিদ মো: এরশাদ সালমান খান এর প্রতিষ্ঠান

নিউট্রিশন প্যারেন্টিং ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে ঢাকা ও চট্রগ্রাম থেকে আগত ৫০ জন ডাক্তার,

ডেন্টিস্ট ও পুষ্টিবিদ ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনভর ৩০০০+ রুগীকে সেবা

প্রদান ও বিনামূল্যে মেডিসিন প্রদান করেছেন। ঢাকা থেকে আগত

উল্লেখযোগ্য ডাক্তারগণ হলেন একুশে পদকপ্রাপ্ত গাইনী বিশেষজ্ঞ

অধ্যাপক ডা. সায়েবা আখতার, দেশবরেণ্য বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা বেগম,

বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা: জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের

ভাসকুলার সার্জারী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল প্রমুখ।

দেশের স্বনামধন্য ডাক্তারগনের কাছে সেবা নিতে সকাল থেকেই সোনাগাজীর

বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা ভিড় জমায় ওসমানীয় আলিম মদ্রাসায়।

জানা যায় গাইনী বিশেষজ্ঞ ডা: সায়বা আকতার, বন্ধাত্ব বিশেষজ্ঞ ডা রাশিদা বেগম

ডা সাকলায়েন রাসেলের আগমনের কথা শুনে মানুষের মাঝে ব্যাপক আগ্রহে সৃষ্টি হয়েছে।

তাইতো ফেনী শহরসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই হেলথ ক্যাম্পে।

আয়োজক পুষ্টিবিদ মো: এরশাদ খান জানান, ৩০ টি বুথে ডিগ্রিধারী ডাক্তার,

ডেন্টিস্ট ও পুষ্টিবিদ সেবা প্রদান করেছে এবং ফার্মেসির ৩ বুথে ছয় লাখেরও

অধিক টাকার ঔষধ বিতরন করা হয়েছে। তিনি জানান ২০০০ রোগীকে

সেবা দেওয়ার এবং বিকাল ৪ টায় ক্যাম্পটি শেষ করার প্ল্যান ছিলো, কিন্ত,

রোগীদের অতিরিক্ত চাপ থাকায় প্রায় ৩ হাজার রোগীকে দেখতে হয়েছে।

এছাড়া বড় এই ক্যাম্পটি পরিচালনা করতে ২০০ জন সেচ্ছাসেবক ও সোনাগাজী থানার

কয়েকজন পুলিশ অফিসার দিনভর শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন।স্থানীয় কয়েকজনের

সাথে কথা বলে জানা যায়, কোন মেডিকেল ক্যাম্পে এত মানুষের সমাগম আগে দেখেনি কেউ।

এই মেডিকেল ক্যাম্পটি আয়োজনে সহযোগীতা করেছন ডা: সাকলায়েন রাসেলের আরিজ ফাউন্ডেশন,

তাকিয়া বাজারের প্রবাসী ব্যবসায়ী হাসান মাহমুদ এর প্রতিষ্ঠান হাফেজ আহসান উল্লাহ ফাউন্ডেশন,

মেহের আমজাদ ফাউন্ডেশন, ম্যামস ইন্সটিটিউট অব ফিস্টুলা এন্ড উইমেন হেলথ, উইমেন ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশনসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।