আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) মেয়র প্রার্থী মোঃ আক্তার হোসেন মাঝির সমর্থনে গণসংযোগ করেছে ছাত্রদল।
৪ অক্টোবর রোববার বিকেলে শহরের পুরানবাজারে ১ও ২নং ওয়ার্ডে জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল করা হয়। এসময় জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ও স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে লোহারপুল এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় তারা বলেন, ছাত্রদলকে নির্বাচনের মাঠে কার্যকর ভূমিকা পালন করতে হবে। যারা মাঠে কাজ করবে তাদেরকে আগামী দিনে পৌর ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন করা হবে।
ক্যাপশন: পুরান বাজারে বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) মেয়র প্রার্থী মোঃ আক্তার হোসেন মাঝির সমর্থনে গণসংযোগ করেছে ছাত্রদল।