রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

পুরান বাজারে ধানের শীষের সমর্থনে ছাত্রদলের লিফলেট বিতরণ

আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) মেয়র প্রার্থী মোঃ আক্তার হোসেন মাঝির সমর্থনে গণসংযোগ করেছে ছাত্রদল।

৪ অক্টোবর রোববার বিকেলে শহরের পুরানবাজারে ১ও ২নং ওয়ার্ডে জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল করা হয়। এসময় জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ও স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে লোহারপুল এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় তারা বলেন, ছাত্রদলকে নির্বাচনের মাঠে কার্যকর ভূমিকা পালন করতে হবে। যারা মাঠে কাজ করবে তাদেরকে আগামী দিনে পৌর ছাত্রদলের কমিটিতে মূল্যায়ন করা হবে।

ক্যাপশন: পুরান বাজারে বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) মেয়র প্রার্থী মোঃ আক্তার হোসেন মাঝির সমর্থনে গণসংযোগ করেছে ছাত্রদল।