বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫

পুরাণবাজার থেকে বাবুরহাট পর্যন্ত জামায়াতের মোটরসাইকেল শোডাউন

চাঁদপুর সদর থানা জামায়াতের কর্মী সমাবেশ আগামী শনিবার। দুপুর ২টায় চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ড এ বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল যোগে দু শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন এর নেতৃত্বে মোটরশোভাযাত্রা পুরো চাঁদপুর শহর প্রদক্ষিণ করে দারুস সালাম জামায়াত কার্যালয়ে এসে শেষ হয়।

জামায়াতের এই শোভাযাত্রা এবং আগামীকালের সমাবেশকে কেন্দ্র করে চাঁদপুরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।