শুক্রবার , মার্চ ২৮ ২০২৫

পাবলিকিয়ান অন্যায়বিরোধী ও নিরাপত্তা মঞ্চ, চাঁদপুর এবং পাবলিকিয়ান ওয়েলফেয়ার ট্রাস্ট, চাঁদপুর এর আনুষ্ঠানিক ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ইউনিএইড চাঁদপুর এর স্বত্ত্বাধিকারী ও বিবেক ইনস্টিটিউশন এর চেয়ারম্যান মুহাম্মাদ হাফিজ আল আসাদ (বাবর) কে পাবলিকিয়ান অন্যায়বিরোধী ও নিরাপত্তা মঞ্চ, চাঁদপুর-এর আহ্বায়কএবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অঙ্গীকার (ঢাবিতে চাঁদপুর সদর এর শিক্ষার্থীদের সংগঠন) এর সাবেক সভাপতি মুহাম্মাদ নূরুল হক সিয়াম কে পাবলিকিয়ান ওয়েলফেয়ার ট্রাস্ট, চাঁদপুর- এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে।  এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ,রাজশাহী, চট্টগ্রাম , খুলনাবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজের কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলো।

এখন থেকে এই দুইটি সংগঠন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের আর্থিক ও সামাজিক কল্যাণে কাজ করবে ইন শা আল্লাহ। এছাড়া শিক্ষার্থীদের উপর অন্যায় ও জুলুমের বিরুদ্ধে এবং নিরাপত্তার পক্ষে নিয়মিতভাবে সোচ্চার থাকবে ইন শা আল্লাহ।

এছাড়াও সামনের বছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যালের নতুন ১০ জন শিক্ষার্থীকে মাসে মাসে ২০০০ টাকা নগদ বৃত্তি প্রদান করবে ইনশা আল্লাহ।

দায়িত্বপ্রাপ্ত মুহাম্মদ হাফিজ আল আসাদ (বাবর) ও সিয়াম চাঁদপুরে পরিচিত মুখ। দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।  এদের মধ্যে মুহাম্মদ হাফিজ আল আসাদ (বাবর) এর হাত ধরে চাঁদপুর থেকে কয়েকশ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন অঙ্গীকার এর দায়িত্ব যথাযথভাবে পালন করে প্রশংসিত হয়েছেন।