বুধবার , মার্চ ১৯ ২০২৫

পাঁচতলা থেকে ছিটকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁদপুর শহরের মমিনপাড়ায় নবনির্মিত পাঁচতলা ভবন থেকে ছিটকে পড়ে মোস্তফা কামাল (৫৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ভবনের আস্তরের কাজ করতে গিয়ে উপর থেকে মাচা ভেঙে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

নির্মাণশ্রমিক মোস্তফা কামাল শহরের জামতলা এলাকার ভুইয়াবাড়ির বাসিন্দা। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁর সংসার।

মোস্তফা কামালের ভাতিজা ছোবহান ও ছেলে বোরহান উদ্দিন জানান, ঘটনার পরপর তাকে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুই সপ্তাহ ধরে সাব-কন্ট্রাকটরের মাধ্যমে নির্মাণশ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, নির্মাণশ্রমিক মোস্তফা কামালকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে কেবিনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখান চিৎিসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।