ধানুয়া সেচ্ছাসেবী টিমের পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ভারি
খাবার ও বাচ্চাদের খাবার ,ডায়পার সহ আরোও অন্যান্য প্রয়োজনীয়
ত্রান সামগ্রী বিতরণ সম্পুর্ণ হলো।
ভারি খাবারের মধ্যে ছিলো
1. চাল – ৪ কেজি
2. ডাল – ১ কেজি
3. আলু – ২ কেজি
4. তৈল – ১ কেজি
5. পেয়াজ – ০.৫ কেজি ।
6. স্যানেটারি প্যাড
7. বিভিন্ন ধরনের ঔষধ
8.শিশু খাদ্য
ধানুয়া সেচ্ছাসেবী টিমের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ফলে আমরা সুন্দর ভাবে
বন্যাদুর্গত প্রাপ্য মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করতে পেরেছি।
ধানুয়া সেচ্ছাসেবী টিমের সদস্য মো:সায়েম, শুভ, শান্ত, মেহেদী হাসান, সবুজ, আনিস, শিহাব
কাউচার, কাসিম, আশিক সহ আরো অনেকে জানিয়েছে বন্যাদুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ চলমান থাকিবে।