বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

দৈনিক চাঁদপুর দিগন্তের ১৬তম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার

দৈনিক চাঁদপুর দিগন্তের ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর দিগন্তে উপদেষ্টা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দিগন্তে সম্পাদক ও প্রকাশক এডভোকেট মো: শাহজাহান মিয়া। নিবার্হী সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ইকবাল বিন বাশার, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামাল উদ্দিন, সাবেক সভাপতি ও গনফোরামের জেলা সভাপতি এডভোকেট সেলিম আকবর, দৈনিক চাঁদপুর সকালের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোশাররফ হোসেন, রোটারী ক্লাব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি ও মাকসুদ মেট লাইফ এজেন্সির ম্যানাজার মো: মাকসুদুর রহমান, দৈনিক চাঁদপুর দিগন্তে যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর মস্তান, ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট শাহজাহান খান।

আরো বক্তব্য রাখেন পত্রিকার সহকারী সম্পাদক সিহাবুদ্দীন সেলিম, জামাল আহমেদ আখন্দ, আন নুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোজাম্মেল হোসাইন, ইউনিএইড চাঁদপুরের ব্যবস্থাপনা পরিচালক মো: হাফিজুর রহমান, দৈনিক চাঁদপুর দিগন্তে যুগ্ম বার্তা সম্পাদক এম এ গফুর মোল্লা, স্টাফ রিপোর্টার ও মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন।

অনুষ্ঠানে শুরুতে প্রবিত্র কোরআন তেলাওয়াত করেন ওমর ফারুক প্রিন্স, সংগিত পরিবেশন করেন আতিকুর রহমান, শুভেচ্ছা বিনিময় করেন শাহরাস্তি উপজেলার সাংবাদিক আহসান হাবীব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আমিন বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এড: ইয়াছিন ইকরাম, দৈনিক চাঁদপুর দিগন্তের বিশেষ প্রতিনিধি আবু সুফিয়ান ভুইয়া, মফস্বল সম্পাদক রেজাউল করিম,সাংবাদিক বাদশা ভুইয়া, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম। অনুষ্ঠানে কেক কাটার পর আপ্যায়ন, দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ক্যাপনশন; দৈনিক চাঁদপুর দিগন্তের ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন দৈনিক চাঁদপুর দিগন্তে উপদেষ্টা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান।