আবু সুফিয়ান ভুইয়া
চাঁদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ১৩ জানুয়ারি বুধবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম। এসময় তিনি বলেন, তারেক রহমানের জনপ্রিয়তাকে এ সরকার ভয় পায়। জিয়া পরিবারকে নিঃশেষ করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের বিরুদ্ধে দেশদ্রোহির মিথ্যা মামলার গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদ জানাচ্ছি।
দেশের আইন ব্যবস্থা এখন সরকারের ইশারায় নিয়ন্ত্রিত হচ্ছে। তারেক রহমান এদেশে ফিরবে বীরের বেশে, সেদিন আর বেশি দূরে নয়।
তিনি আরো বলেন, আমরা আমাদের রাজনৈতিক শান্তিপূর্ন কর্মশূচি পালন করতে পারছি না। পুলিশ পৌর বিএনপির শান্তিপূর্ন মানববন্ধনে হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান সফিকুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, খলিলুর রহমান গাজী, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রলের সভাপতি ইমান হোসেন গাজী,সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
ক্যাপশন: চাঁদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম।