চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর শাশুড়ি খাদিজা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না……রাজিউন। তিনি শুক্রবার আনুমানিক সাড়ে ৩টার সময় ঢাকার আনোয়ার মডার্ণ হসপিটালেন চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। শাশুড়ি খাদিজা আলহাজ আনোয়ার হোসেন গাজীর স্ত্রী।
এদিকে শনিবার বাদ জোহর চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড মসজিদে গোর-এ গরিবা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাযা শেষে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৬ মেয়ে ও ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
নামাজের জানাযায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, মরহুমার বড় জামাতা আলহাজ ওচমান গনি পাটওয়ারীর, নাজিরপাড়া ক্রীড়া সভাপতি আলহাজ ওমর পাটওয়ারী, সাধারণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক, পারিবারিক ডাক্তার মিজানুর রহমানসহ আত্মীয়স্বজন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এডভোকেট মো: শাহজাহান মিয়া।