বুধবার , অক্টোবর ৯ ২০২৪

জামায়াতে ইসলামী মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখতে চায়

ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদূঃখিয়ায় গতকাল ২৩ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকা হইতে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, জামায়াত ইসলামী এদেশের মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখতে চায়। তারা এ সমাজটাকে কোরআনের সমাজ হিসেবে গড়ে তুলতে চায়। তাই আসুন আমরা সবাই জামায়াতে ইসলামীর ডাকে সাড়া দিয়ে তাদের সাথে হাতে হাত মিলিয়ে এদেশে ইসলামের দাওয়াত দেই। উক্ত কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী আমির ইউনুস হেলাল, ১২নং ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা কর্ম পরিষদের সদস্য আফলাতুন কাওছার ও আবুল হোসেনসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।